Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্যের সমাবেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৪ ১৪:৩৮

ঢাকা: জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাম ঘরানার কয়েকটি রাজনৈতিক দলের জোট ‘গণতান্ত্রিক বাম ঐক্য’।

বৃহস্পতিবার (২৩ মে) সকাল ১১টায় এ সমাবেশ শুরু হয়। শেষ হয় দুপুর সাড়ে ১২টার পর। ‘গণতন্ত্র’ প্রতিষ্ঠা, বিদেশে পাচার করা অর্থ ফেরত এনে কলকারখানা স্থাপন, জ্বালানি-বিদ্যুৎ ও নিত্যপণ্যের মূল্য কমানো এবং ব্যবাসায়ী সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে এ সমাবেশ আয়োজন করা হয়।

গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দলের (এম. এল) সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মহাসচিব হারুন আল রশীদ খান, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির (এসডিপি) আহ্বায়ক আবুল কালাম আজাদসহ অনান্যরা।

সমাবেশে নেতারা বলেন, বাংলাদেশে ১৫ বছর ধরে কর্তৃত্ববাদী দুঃশাসন চলছে। দেশে আজ গণতন্ত্র নেই, জবাবদিহিতা নেই, মানুষের কথা বলার অধিকার নেই। দুঃশাসনের সহযোগী ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে জ্বালানি-বিদ্যুৎ-নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের নাভিশ্বাস উঠেছে। এ থেকে উত্তরণে দল-মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।

তারা বলেন, ভোটাধিকার হরণকারী এ সরকার রাষ্ট্রীয় বাহিনী ও ব্যবসায়ী সিন্ডিকেটের সহযোগিতায় ক্ষমতা ধরে রেখেছে। তাই তারা জনগণ নয়, অসাধু ব্যবসায়ীদের স্বার্থরক্ষা করছে। দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচারের ফলে দেশের শিল্প-কারখানা স্থাপন হচ্ছে না। ফলে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। অবিলম্বে পাচারকারীদের তালিকা প্রকাশ করে পাচার করা অর্থ দেশে এনে পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/ইআ

গণতান্ত্রিক বাম ঐক্য সমাবেশ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর