নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৪ ১০:২১ | আপডেট: ২৩ মে ২০২৪ ১৪:২৭
২৩ মে ২০২৪ ১০:২১ | আপডেট: ২৩ মে ২০২৪ ১৪:২৭
নরসিংদী: নরসিংদীর সদরে চরাঞ্চলের আলোকবালীতে সরকারি প্রকল্পের বালুর ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ মে) ভোরে আলোকবালীর ইউনিয়নের খোদাদিলায় যুবলীগের জাকির হোসেন ও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এই দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চললছিল। বৃহস্পতিবার সেটি হামলায় রুপ নেয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, সংঘর্ষে আহত কয়েকজকে নরসিংদী সদর এবং জেলা হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সারাবাংলা/ইআ