টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দায়িত্বে বাংলাদেশের সৈকত
২২ মে ২০২৪ ১৭:৫৯ | আপডেট: ৩০ মে ২০২৪ ১৩:৪৯
বাংলাদেশি আম্পায়ার হিসেবে এরই মাঝে বেশ কয়েকটি মাইলফলক ছুঁয়েছেন তিনি। এবারের টি-২০ বিশ্বকাপেও নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন বাংলাদেশের শরফুদ্দৌলা সৈকত। টুর্নামেন্টের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ম্যাচে রিচার্ড ইলিংওর্থের সাথে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকছেন বাংলাদেশের সৈকত।
২০১৮ সাল থেকে আইসিসির টুর্নামেন্টে নিয়মিত দায়িত্ব পালন করছেন সৈকত। প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেওয়া সৈকত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন পাঁচ ম্যাচে। ৪৭ বছর বয়সী সৈকত এবার থাকছেন টি-২০ বিশ্বকাপেও। আইসিসির প্রকাশিত আম্পায়ারদের তালিকায় আছেন তিনিও। শুধু তাই নয়, টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দায়িত্ব পালন করবেন সৈকত।
সৈকতের সাথে যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচে থাকবেন রিচার্ড ইলিংওর্থ। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন রিচি রিচার্ডসন। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন স্যাম নোগাসকি। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন চতুর্থ আম্পায়ার।
আগামী ১ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-কানাডা।
সারাবাংলা/এফএম