ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক ৮
২২ মে ২০২৪ ১২:১৩
বেনাপোল: যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্ত দিয়ে পাসপোর্ট-ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে আসার সময় ৮ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি।
বুধবার (২২ মে) সকালে ১নং ঘিবা মাঠ থেকে তাদের আটক করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার অহিদুজ্জামান জানান, যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) রঘুনাথপুর ক্যাম্পের একটি টহল দল ১নং ঘিবা মাঠ থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশ আসার সময় ৩ নারী, ৪ পুরুষ ও এক শিশুকে আটক করে। তারা সবাই বাংলাদেশি নাগরিক।
আটকরা হলো, যশোর জেলার মোছাম্মৎ রেহানা (২৬), খুলনা জেলার সোবহান খান (৪০) তার স্ত্রী শেলি খাতুন ও তাদের ছেলে সাইফুল খান। এছাড়া নড়াইল জেলার মো. মিঠুন শেখ ও তার স্ত্রী মোছাম্মৎ আসমা খাতুন (৩৫), তাদের ছেলে মো. আরিফ (১৭) ও মো. মুন্নাকেও আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
সারাবাংলা/এমও