Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদগাঁওয়ে আবু তালেব, চকরিয়ায় সাঈদী, পেকুয়ায় রাজু জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৪ ২৩:৫৮ | আপডেট: ২২ মে ২০২৪ ০০:২৩

কক্সবাজার: ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে কক্সবাজারের তিন উপজেলায় ভোট হয়েছে। এর মধ্যে ঈদগাঁওয়ে মো. আবু তালেব, পেকুয়ায় শাফায়েত আজিজ রাজু ও চকরিয়ায় ফজলুল করিম সাঈদী বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় জেলার তিন উপজেলায় একযোগে ভোট গ্রহণ শুরু হয়। ভোট চলে একটানা বিকেল ৪টা পর্যন্ত। সন্ধ্যার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

নির্বাচনের ফলাফলে দেখা যায়, ঈদগাঁওতে টে‌লি‌ফোন প্রতীকে মো. আবু তালেব ১৫ হাজার ৯৬৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল প্রতীকের শামসুল আলম পেয়েছেন ১১ হাজার ১৩৭ ভোট। সে হিসাবে আবু তালেব চার হাজার ৮২৩ ভো‌ট বেশি পেয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায়।

পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকে শাফায়েত আজিজ রাজু ২৩ হাজার ২৯৩ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের রুমানা আক্তার পেয়েছেন ১৬ হাজার ৫৩৪ ভোট।

চকরিয়া উপজেলায় চেয়ারম্যান দোয়াত কলম প্রতীক নিয়ে সাত হাজার ৫৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন ফজলুল করিম সাঈদী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী জাফর আলম জাফর পেয়েছেন ছয় হাজার ৬৯৭ ভোট।

চকরিয়ার সাইদী এ নিয়ে দ্বিতীয়বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন। তার কাছে হেরে যাওয়া জাফর আলম কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে ভোট করে পরাজিত হয়েছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

ঈদগাঁও উপজেলা নির্বাচন কক্সবাজার চকরিয়া পেকুয়া ষষ্ঠ উপজেলা নির্বাচন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর