Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের সঙ্গেও টেনেটুনে ১৫০ ছাড়াল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০২৪ ২২:৪৭ | আপডেট: ২২ মে ২০২৪ ০২:৫৯

যুক্তরাষ্ট্রের বিপক্ষেও বড় স্কোর করতে পারেনি বাংলাদেশ

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসটা একদমই ভালো কাটেনি বাংলাদেশের। টপ অর্ডারের ব্যর্থতার পর তাওহিদ হৃদয়ের দারুণ এক ফিফটি ও মাহমুদউল্লাহ রিয়াদের দায়িত্বশীল এক ইনিংসের সুবাদে যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়াই করার পুঁজি পেয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৫৩ রান।

বিজ্ঞাপন

টসে হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই ফিরতে পারতেন লিটন। ২ রানের মাথায় তার সহজ ক্যাচ ফেলেন যুক্তরাষ্ট্র কিপার মোনাক। লিটন অবশ্য এরপর আরেকবার রান আউটের হাত থেকে বেঁচে যান। তবে দুটি লাইফ পেয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৪ রান করা লিটনকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন জেসি সিং, লিটন ফিরেছেন এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে। চার বলের মাঝেই ফেরেন আরেক ওপেনার সৌম্য সরকার। ১৩ বলে ২০ রান করা সৌম্য টেলরের বলে কুমারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।

বিজ্ঞাপন

শান্ত গত কয়েক ম্যাচের মতো আজও ব্যাট হাতে ব্যর্থ। মাত্র ৩ রানেই প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। সাকিব ৬ রানে ফিরেছেন রান আউটের শিকার হয়ে। ৬৮ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন রীতিমত ধুঁকছে। সেই সময় পঞ্চম উইকেটে হৃদয়-মাহমুদউল্লাহ জুটি বাংলাদেশকে পথ দেখিয়েছে। দুজনের ৬৭ রানের জুটি বাংলাদেশকে লড়াই করার পুঁজির দিকে এগিয়ে নিয়েছে।

২ চার ও ১ ছক্কায় মাহমুদউল্লাহ করেন ২২ বলে ৩১ রান। নেত্রাভালকারের বলে তিনি ফেরার আগে বাংলাদেশের স্কোর ১০০ পেরিয়েছে। শেষের দিকে দারুণ কিছু শট খেলে হাফ সেঞ্চুরি তুলে নেন হৃদয়। অন্য প্রান্তে জাকের আলিও বেশ আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। শেষ ওভারে ১৭ রান এলে ১৫০ পেরোয় বাংলাদেশের ইনিংস। হাফ সেঞ্চুরি তুলে নিয়ে শেষ বলে ৫৮ রানে আউট হন হৃদয়।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান তোলে বাংলাদেশ। ৯ রানে ২ উইকেট নিয়েছেন টেলর। একটি করে উইকেট নিয়েছেন আলি, নেত্রাভালকার ও জসদিপ সিং।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ মাহমুদউল্লাহ হৃদয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর