Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে নির্বাচনি সহিংসতায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৪ ২২:১৯

কক্সবাজার: কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা নির্বাচনে ছুরিকাঘাতে সফুর আলম (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলার পশ্চিম পোকখালী এলাকায় এ হত্যাকাণ্ড ঘটেছে।

ছুরিকাঘাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা।

নিহত সফুর আলম পশ্চিম পোকখালী এলাকার নুর উদ্দিনের ছেলে। তিনি টেলিফোন প্রতীকের প্রার্থী আবু তালেবের কর্মী ছিলেন।

ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ‘নির্বাচনে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে টেলিফোন প্রতীকের কর্মী সফুর আলম ও মোটরসাইকেল প্রতীকের এজেন্ট মাসুদের ভাই সাইদুলের সঙ্গে হাতাহাতি হয়। বিষয়টি মাসুদ জানতে পেরে ভোটকেন্দ্র থেকে বের হয়ে সফুর আলমের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে সফুর আলম ছুরিকাঘাতের শিকার হন। রক্তাক্ত অবস্থায় তাকে ঈদগাঁও মেডিকেল সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সারাবাংলা/একে

নির্বাচন নির্বাচনি সহিংসতা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর