Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রিশালে গর্ত থেকে ১ নারী ও ২ শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৪ ১৯:৩৩ | আপডেট: ২১ মে ২০২৪ ২৩:৩২

ময়মনসিংহ: ত্রিশালের চকরামপুর কাকচর এলাকায় গর্ত থেকে এক নারীসহ দুই শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ মে) উদ্ধারের পর সেগুলো ত্রিশাল থানায় নেওয়া হয়েছে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, আজ বিকেলে চকরামপুর কাকচর এলাকায় একটি কাটা হাত মাঠে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে তাদের সহায়তায় গর্ত খুঁড়ে দুই শিশু ও এক নারীর মরদেহ পাওয়া যায়।

তিনি আরও জানান, কয়েকদিন আগে হত্যার পর লাশগুলো গর্ত করে মাটি চাপা দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এখনও পুলিশের অভিযান চলছে।

সারাবাংলা/পিটিএম

উদ্ধার গর্ত টপ নিউজ ত্রিশাল মৃতদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর