Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ভোটকেন্দ্র রণক্ষেত্র, আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৪ ১৮:৫১ | আপডেট: ২১ মে ২০২৪ ১৯:০১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২১ মে) উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা পি পি উচ্চ বিদ্যালয় ও জোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এর আগে সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। ভোট চলে টানা বিকেল ৪টা পর্যন্ত।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমানের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় দুই পক্ষ ধাওয়া-পালটা ধাওয়ায় জড়িয়ে পড়ে। পরে এক পক্ষের কর্মীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি আছেন।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন সারাবাংলাকে বলেন, ‘উপজেলার জোবরা গ্রামে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়েই নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত ও আমি ঘটনাস্থলে গিয়েছি। ভোটগ্রহণ শেষে এখন ভোট গণনা চলছে। পরিস্থিতি স্বাভাবিক।’

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক সারাবাংলাকে জানান, হাটহাজারী উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আরিফ নামে এক যুবকের পায়ে অসংখ্য রাবার বুলেটের ক্ষতচিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া ফরিদ নামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধ মাথায় আঘাত পেয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা শঙ্কামুক্ত।

বিজ্ঞাপন

হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— মোটরসাইকেল প্রতীকের রাশেদুল আলম, ঘোড়া প্রতীকের সোহরাব হোসেন চৌধুরী ও আনারস প্রতীকের ইউনুস গনি চৌধুরী।

সারাবাংলা/আইসি/টিআর

উপজেলা নির্বাচন চট্টগ্রাম নির্বাচনি সংঘর্ষ নির্বাচনি সংঘাত হাটহাজারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর