Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুটবলকে বিদায় বললেন টনি ক্রুস

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০২৪ ১৭:৪৩ | আপডেট: ২১ মে ২০২৪ ২০:১৩

ফুটবলকে বিদায় বলছেন ক্রুস

রিয়াল মাদ্রিদের হয়ে মৌসুমজুড়েই দুর্দান্ত খেলেছেন তিনি। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে যখন ফাইনালের প্রস্তুতি নিচ্ছে মাদ্রিদ, ঠিক তখন অনেকটা আকস্মিকভাবেই এলো ঘোষণাটা। জার্মানি ও রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার টনি ক্রুস জানিয়েছেন, ফুটবলকে বিদায় বলছেন তিনি। রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন লিগের ফাইনালই ক্লাব ফুটবলে তার শেষ ম্যাচ। আর আসন্ন ইউরোতে জার্মানির হয়ে শেষবারের মতো মাঠে নামবেন তিনি।

বিজ্ঞাপন

২০২১ সালে একবার জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন ক্রুস। তবে অবসর ভেঙে গত ফেব্রুয়ারিতে ইউরো খেলতে দলে ফেরেন তিনি। এবার ইউরো খেলে বুটজোড়া চিরতরে তুলে রাখবেন তিনি। আবেগঘন এক বার্তায় ৩৪ বছর বয়সী ক্রুস জানিয়েছেন, সব ধরনের ফুটবল থেকেই বিদায় নিচ্ছেন তিনি, ‘১০ বছর পর একটা অধ্যায় শেষ হচ্ছে। আমি সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে মাদ্রিদের সবাইকে ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সবাই আমাকে আপন করে নিয়েছে।’

বিজ্ঞাপন

ক্রুস জানিয়েছেন, সেরা ফর্মে থাকা অবস্থাতেই বিদায় বলতে চেয়েছিলেন তিনি, ‘আমি এবারের ইউরোর পর ফুটবলকে বিদায় বলছি। আমি সবসময়ই বলেছিলাম রিয়াল আমার শেষ ক্লাব হবে। চ্যাম্পিয়নস লিগের ফাইনালই তাই আমার শেষ ম্যাচ। আমি গর্বিত এই পর্যায়ে আসতে পেরে। আমি ঠিক সময়েই অবসরের ঘোষণা দিয়েছি বলেই বিশ্বাস করি। আমি সবসময় চেয়েছি সেরা ফর্মে থেকেই বিদায় বলতে। আমি কয়েক মাস ধরেই এটা ভাবছিলাম। আমি চাই সবাই আমার সেরাটাই মনে রাখুক। মাদ্রিদ ছাড়লে আমি ফুটবল ছাড়ব, এটাই মনে প্রাণে বিশ্বাস করেছি সবসময়।’

বর্ণাঢ্য ক্যারিয়ারে জার্মানির হয়ে বিশ্বকাপ জিতেছেন ক্রুস। ক্লাব ফুটবলে বায়ার্ন মিউনিখের হয়ে জিতেছেন তিনটি লিগ শিরোপা ও চ্যাম্পিয়নস লিগ। তবে ২০১৪ সালে রিয়ালে যোগ দেওয়ার পর সাফল্যের মুকুটে যোগ হয়েছে বহু পালক। এখন পর্যন্ত মাদ্রিদের হয়ে ২২টি ট্রফি জিতেছেন তিনি, এই তালিকায় আছে চারটি চ্যাম্পিয়ন লিগ ও লা লিগা।

সারাবাংলা/এফএম

জার্মানি টনি ক্রুস টপ নিউজ রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর