Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের নিয়োগ পরীক্ষা স্থগিত, বিতর্কে রাঙ্গামাটি জেলা পরিষদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৪ ১৬:১৫ | আপডেট: ২১ মে ২০২৪ ২০:১৩

রাঙ্গামাটি: আবারও স্থগিত করা হয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা।

মঙ্গলবার (২১ মে) জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সই করা এক নোটিসে অনিবার্যকারণ উল্লেখ করে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এর আগেও ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর একই নিয়োগের লিখিত পরীক্ষার আগের দিন একই কথা উল্লেখ করে পরীক্ষা স্থগিত জেলা পরিষদ।

কয়েক দফায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েও লিখিত পরীক্ষা নিতে পারেনি পাহাড়ের ক্ষমতাধর প্রতিষ্ঠান হিসেবে পরিচিত পার্বত্য জেলা পরিষদ। কয়েক দফায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও দুই দফায় পরীক্ষা স্থগিত নিয়ে এরই মধ্যেই বিতর্কে জড়িয়ে পড়েছে জেলা পরিষদ।

মঙ্গলবারের নোটিশে জেলা পরিষদ চেয়ারম্যান জানায়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগের জন্য আগামী ২৪ মে ২০২৪ তারিখের নির্ধারিত লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

উক্ত পরীক্ষার পরবর্তী সময়সূচি পরবর্তীতে যথাযথ সময়ে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানান চেয়ারম্যান।

সারাবাংলা/এনইউ

জেলা টপ নিউজ নিয়োগ পরিষদ পরীক্ষা রাঙ্গামাটি স্থগিত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর