ভারতে পাচার হওয়া ৮ বাংলাদেশি নারীর ২ বছর পর প্রত্যাবর্তন
২১ মে ২০২৪ ০০:৩৯ | আপডেট: ২১ মে ২০২৪ ০১:২৯
বেনাপোল (যশোর): ভালো চাকরিসহ বিভিন্ন প্রলোভনে পড়ে অবৈধ পথে ভারতে পাচারের শিকার হওয়া আট বাংলাদেশি নারী দেশে ফিরেছেন। দীর্ঘ দুই বছর পর বেনাপোল দিয়ে তাদের বাংলাদেশ ইমিগ্রেশনের কাছে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশনের পুলিশ।
সোমবার (২০ মে) সন্ধ্যা ৭টার দিকে নো ম্যানস-ল্যান্ডে পুলিশের পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি উপস্থিত থেকে রিসিভ করেন ফিরে আসা বাংলাদেশি নাগরিকদের।
ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, এই নারীরা বিভিন্ন সময়ে অবৈধ পথে ভারতে পাচার হয়ে গেছেন। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে আজ (সোমবার) তাদের দেশে ফেরত আনা হয়েছে।
দুটি বেসরকারি সংস্থা (এনজিও) এসব নারীকে দেশে ফিরিয়ে আনতে কাজ করেছে বলেও জানান আযহারুল ইসলাম। বলেন, ইমিগ্রেশনে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে বন্দর থানায় তাদের হস্তান্তর করা হবে।
সারাবাংলা/টিআর