Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব সড়কে ব্যাটারিচালিত রিকশা চলবে কি না— সিদ্ধান্ত নির্দেশনার পর

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ মে ২০২৪ ১৬:৪২ | আপডেট: ২০ মে ২০২৪ ১৮:১১

ঢাকা: ব্যাটারিচালিত রিকশা ঢাকার কোথায় কোন কোন সড়কে কীভাবে চলবে সে বিষয়ে সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা আসার পর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন।

সোমবার (২০ মে) বিকেলে ঢাকা সিটিতে ব্যাটারিচালিত রিকশা চলাচল করবে- সরকারের পক্ষ থেকে এমন ঘোষণার বিষয়ে জানতে চাইলে তিনি এ কথা বলেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, ‘আমরা এখনো সুনির্দিষ্ট নির্দেশনা পাইনি। মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ থাকবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নির্দেশনার পর আমরা ব্যবস্থা নেব কোথায় চলবে আর কোথায় চলবে না।’

তাহলে ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে ডিএমপির উদ্যোগের কী হবে— জানতে চাইলে ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘সরকারের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই। সরকার যে সিদ্ধান্ত বা নির্দেশনা দেবে সেটিই প্রতিপালন করা হবে।’

এর আগে, সোমবার (২০ মে) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘দ্রব্যমূল্যের বাজারে মেহেনতি মানুষের দুঃখ-দুর্দশা এবং বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনা করে, দ্রব্যমূল্যের কথা চিন্তা করে সিটি এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

তবে দেশের ২২টি মহাসড়কে এসব রিকশা বন্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গত ১৫ মে ওবায়দুল কাদের ২২টি মহাসড়ক ও ঢাকা সিটিতে সব ধরনের ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে পারবে না এবং সে বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশনা দেন। এর প্রতিবাদে গত ১৯ মে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন রিকশা চালকরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে রিকশা শ্রমিকরা। কালশীতে একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/একে

টপ নিউজ ডিএমপি পুলিশ ব্যাটারিচালিত রিকশা রিকশা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর