Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জের দোয়ারা বাজারে বজ্রপাতে ২ শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৪ ১৫:২১ | আপডেট: ২০ মে ২০২৪ ১৭:৪২

সুনামগঞ্জ: সুনামগঞ্জের চেলা নদী থেকে বালু উত্তোলনের সময় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২০ মে) দুপুরে দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ছাতকের ইসলামপুর ইউনিয়নের গণেশপুর গ্রামের আনছার উদ্দিনের ছেলে দুলন মিয়া (২৮) ও বাহাদুরপুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে কদ্দুস মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালে দোয়ারা বাজার উপজেলার চেলা নদীতে ছোট নৌকা দিয়ে বালু উত্তোলন করতে যায় ৫ জন শ্রমিক। বালু উত্তোলনের সময় হটাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। নৌকা নিয়ে শ্রমিকরা নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রপাতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। তাদের সাথে থাকা আরও ৩জন গুরুতর আহত হন।

দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। আমরা আইনগত সব প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করবো।

সারাবাংলা/এমও

টপ নিউজ বজ্রপাত শ্রমিক নিহত সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর