Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল দিয়ে যাত্রী পারাপার ও ৫ দিন আমদানি রফতানি বন্ধ

বেনাপোল করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৪ ১৫:৩৭ | আপডেট: ১৭ মে ২০২৪ ১৭:২১

যশোর: ভারতীয় লোকসভা নির্বাচন, বুদ্ধ পূর্ণিমা ও বাংলাদেশে যশোরের শার্শা উপজেলায় নির্বাচনের কারণে শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত ৫ দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকবে।

পাশাপাশি ভারতের লোকসভা নির্বাচন কারণে ১৭ মে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২০ তারিখ সন্ধ্যা ৭টা পর্যন্ত বেনাপোল চেকপোস্ট দিয়ে দু দেশের মধ্যে যাত্রী পারাপারে বিধি নিষেধ আরোপ করেছেন ভারত সরকার।

বিজ্ঞাপন

বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারে বিধি নিষেধের এই তিন দিনে বাংলাদেশ থেকে নতুন কোনো যাত্রী ভারতে প্রবেশ করতে পারবে না। তবে মেডিকেল ভিসা বা এমার্জেন্সি ভিসা নিয়ে কোন যাত্রী ও পচনশীল পণ্যবাহী যানবাহনকে এ বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে।

অপরদিকে বাংলাদেশে অবস্থানকারী ভারতীয় যাত্রীরা এই তিন দিনে ভারতে প্রবেশ করতে পারলেও ভারতে অবস্থানকারী বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা এই তিন দিনে বাংলাদেশে ফিরে আসতে পারবে না। ২১ তারিখ সকাল থেকে দু’দেশের মধ্যে যাত্রী পারাপার আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

বেনাপোল চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সারাবাংলাকে এ সব তথ্য জানান।

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, ভারতীয় লোকসভা নির্বাচন, বৌদ্ধ পূর্ণিমার ছুটি ও শার্শা উপজেলায় উপজেলা নির্বাচনের কারণে বেনাপোল বন্দর দিয়ে শনিবার থেকে বুধবার পর্যন্ত আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে তবে এ কয়দিন বেনাপোল বন্দরের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় থাকবে বলে তিনি জানান। আগামী বৃহস্পতিবার থেকে পুনরায় দু দেশের মধ্যে আমদানি রফতানি কার্যক্রম চালু হবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

আমদানি-রফতানি টপ নিউজ নির্বাচন বেনাপোল বেনাপোল বন্দর লোকসভা নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর