ধর্ম অবমাননার অভিযোগে কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
১৭ মে ২০২৪ ১০:২২ | আপডেট: ১৭ মে ২০২৪ ১০:৫৭
মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী স্বপ্নীল মুখার্জিকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে তার কাছে ধর্ম অবমাননার কারণ জানতে চেয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার কোনো জবাব না দেওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) অভিযুক্ত স্বপ্নীলকে সাময়িক বহিষ্কার করে কুবি প্রশাসন বিজ্ঞপ্তি দিয়েছে। কুবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী স্বপ্নীল মুখার্জীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্মের অবমাননা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগ ছিল। গত ১৫ মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেন। সেই নোটিশের জবাব স্বপ্নীল দেননি। এ কারণে তাকে বিশ্ববিদ্যালয় থেকে এবং বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট থেকেও বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই স্বপ্নীল বিভিন্ন সময়ে স্বপ্নীলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে অনলাইন-অফলাইনে সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করেছেন। স্বপ্নীলের বিরুদ্ধে বুধবার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধনও করেছেন। পরে তারা প্রক্টর বরাবর স্বপ্নীলকে স্থায়ী বহিষ্কারের আবেদন জানান।
সারাবাংলা/টিআর
কুবি কুবি শিক্ষার্থীকে বহিষ্কার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ধর্ম অবমাননা নবীকে কটূক্তি সাময়িক বহিষ্কার