নরসিংদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
১৫ মে ২০২৪ ১৪:৫০ | আপডেট: ১৫ মে ২০২৪ ১৫:০৯
নরসিংদী: নরসিংদীর সদর উপজেলায় সানজিদা আক্তার শিলা (১৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে সাহেপ্রতাবে এলাকার গৃহবধূর বসত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সানিজদা আক্তার সাহেপ্রতাব এলাকার ইশতিয়াক আহমেদের স্ত্রী এবং এক সন্তানের জননী ছিলেন।
স্থানীয়রা জানান, সাহেপ্রতাব এলাকার শহিদুল্লাহ মুন্সীর ছেলে ইশতিয়াকের সঙ্গে পারিবারিকভাবেই বিয়ে হয় একই এলাকার আব্দুল কাদির মৃধার মেয়ে শিলার। একই এলাকায় বসবাসের সুবাধে ইশতিয়াকের বাবা এবং শিলার মায়ের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। যা মেনে নিতে পারছিলেন না শিলা। এরপর থেকেই পারিবারিক অশান্তিতে ছিলেন ওই তিনি। বুধবার সকালে তার বসত ঘরের বারান্দার গ্রিলে আটকানো মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান, নিহত ওই গৃহবধূর কপালে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। সুরতহাল প্রতিবেদনসহ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার মূল কারণ যানা যাবে। এটি কি আত্মহত্যা নাকি হত্যা।
সারাবাংলা/ইআ