সাড়ে ৫ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৪ ২০:৩৭ | আপডেট: ১৫ মে ২০২৪ ০১:৫২
১৪ মে ২০২৪ ২০:৩৭ | আপডেট: ১৫ মে ২০২৪ ০১:৫২
দিনাজপুর: দীর্ঘ প্রায় সাড়ে ৫ মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আমদানি শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে পাইকার ও সাধারণ ক্রেতাদের মাঝে।
মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যা ৬টায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক হিলি বন্দরের প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
মেসার্স আরএসবি ট্রের্ডাস এসব পেঁয়াজ আমদানি করেছে। প্রথমদিন একটি ট্রাকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।
সারাবাংলা/একে