Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি পৌঁছেছেন সাড়ে ১৫ হাজার হজযাত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৪ ১৪:৩৯ | আপডেট: ১৪ মে ২০২৪ ১৮:০৫

হজযাত্রা। ফাইল ছবি

ঢাকা: গত ৮ মে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হয়। গত ছয়দিনে ১৫ হাজার ৫১৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ১১ হাজার ৭৬৮ হজযাত্রী সৌদি পৌঁছান।

হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিনের তথ্যানুযায়ী, সোমবার (১৩ মে) পর্যন্ত এ সংখ্যক হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তবে এখনও ১০ হাজার ৩৫০ জনের ভিসা হয়নি।

বিজ্ঞাপন

জানা গেছে, এখন পর্যন্ত ৭৪ হাজার ৮৯৭ জন হজযাত্রীর ভিসা হয়েছে। এবার বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। সেই হিসেবে এখনও ১০ হাজার ৩৫০ জন হজযাত্রীর ভিসা হয়নি। এর আগে ২৯ এপ্রিলের মধ্যে ভিসা শেষ করার নির্দেশনা দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। এরপর ৭ মে পর্যন্ত সময় বাড়ানো হয়। সর্বশেষ ভিসা আবেদন করার সময় বাড়িয়ে ১১ মে করা হয়। সেই সময়ের মধ্যেও সকল হজযাত্রীর ভিসা শেষ হয়নি। পরে সৌদি কর্তৃপক্ষের কাছে ভিসা আবেদনের সময় বাড়ানোর আবেদন জানানো হয়। এখনও সেই কার্যক্রম চলছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জনসহ মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয় গত ৯ মে। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।

সারাবাংলা/জেআর/ইআ

টপ নিউজ হজযাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর