Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৪ ২০:৩০ | আপডেট: ১৩ মে ২০২৪ ২২:৫৮

নড়াইল: নড়াইল সদর উপজেলা নির্বাচনে আচরণনবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভূঁইয়াকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ মে) দুপুরে রূপগঞ্জ বাজারে নির্বাচনি প্রচার চলাকালে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দেয়ালে পোস্টার লাগানো এবং ওয়ার্ডে একের অধিক নির্বাচনি ক্যাম্প এবং মোটর শোভাযাত্রা করায় চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভূঁইয়াকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় ঘোষ জানান, আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভূঁইয়াকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আচরণবিধির ধারার ব্যত্যয় ঘটায় প্রার্থীদের আগে সতর্ক করা হচ্ছে, তা না মানলে এ জরিমানার আওতায় আনা হচ্ছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো