Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মিয়ানমার গত ৭ বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৪ ০৯:৪৩

কক্সবাজার: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘রোহিঙ্গারা ক্যাম্পে মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। মিয়ানমার বারবার বলে আসছে রোহিঙ্গাদের তারা ফিরিয়ে নেবে। কিন্তু গত ৭ বছরে কার্যত একজন রোহিঙ্গাকেও তারা ফেরত নিয়ে যায়নি।’

রোববার (১২ মে) সন্ধ্যায় কক্সবাজারে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় সহায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে অংশ নিতে কক্সবাজারে এসেছেন মন্ত্রী।

বিজ্ঞাপন

মিয়ানমারের অভ্যন্তরে চলা সংঘর্ষের ফলে বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে কোন ধরণের হুমকি নেই জানিয়ে মন্ত্রী বলেন, ‘সে দেশের সেনারা পালিয়ে আশ্রয় নিচ্ছে। আন্তর্জাতিক নিয়ম মেনে তাদের স্বদেশে ফেরত পাঠানো হচ্ছে। গেল কয়েকদিনে আরও ১৩৮ জন এসেছে। এদের মধ্যে মিয়ানমার সেনাবাহিনীর তিনজন উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে। তাদেরও নিয়ম মেনে স্বদেশে ফেরত পাঠানো হবে।’

বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যেতে চায়। বাংলাদেশ সরকারও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন কামনা করেন।’

এর আগে দুপুরে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা কমিউনিটি নেতাদের সঙ্গে মতবিনিময় করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা।

সারাবাংলা/এমও

পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার রোহিঙ্গা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর