Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্দোনেশিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় ১১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১২ মে ২০২৪ ১৪:৩৪ | আপডেট: ১২ মে ২০২৪ ১৬:২৬

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে মাধ্যমিক শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত ও বেশকিছু আহত হয়েছে।

শনিবার (১১ মে) স্থানীয় সময় সন্ধ্য ৬টা ৪৮ মিনিটে দ্বীপক থেকে লেমবাঙ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৬০ জনেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক ছিলেন।

শিক্ষার্থীরা তাদের গ্রাজুয়েশন উদযাপন উপলক্ষে স্কুল ট্রিপে জনপ্রিয় পর্যটন কেন্দ্র লেমবাঙে যাচ্ছিল। এ সময়ে বাসটি আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে বাম দিকে বাঁক নিয়ে একটি গাড়ি ও তিনটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

পশ্চিম জাভা প্রদেশের পুলিশের মুখপাত্র জুলেস আব্রাহামা এ কথা জানিয়েছেন।

তিনি আরও জানান, বাসযাত্রীদের মধ্যে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ৯ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক ছিলেন।

এদিকে দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত এবং ১৩ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। এছাড়া আরও ৪০ জন সামান্য আহত হয়েছে।

সারাবাংলা/ইআ

ইন্দোনেশিয়া টপ নিউজ বাস দুর্ঘটনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর