Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সারাবাংলা ডেস্ক
১১ মে ২০২৪ ২১:৫৩

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও লেখক হায়দার আকবর খান রনোর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ শোক জানানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকবার্তায় হায়দার আকবর খান রনোর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে, শুক্রবার (১০ মে) রাতে মার্ক্সবাদী সাহিত্যিক ও তাত্ত্বিক, বীর মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান রনো রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ প্রধানমন্ত্রী শোক হায়দার আকবর খান রনো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর