‘যাদের দল ছোট, তাদের গলার আওয়াজ অনেক বড়’
১১ মে ২০২৪ ১৭:৪৮ | আপডেট: ১১ মে ২০২৪ ২০:০০
চট্টগ্রাম ব্যুরো: মাহমুদুর রহমান মান্নাসহ সরকারবিরোধী জোটে থাকা ক্ষুদ্র রাজনৈতিক দলগুলোর নেতাদের সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘যাদের দল ছোট, তাদের গলার আওয়াজ অনেক বড়। এসব পরিত্যক্ত রাজনীতিকের কথার কোনো মূল্য নেই।’
শনিবার (১১ মে) দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক এবং বিশ্ব রেডক্রস দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্যাঙ প্রাণী হিসেবে অনেক ছোট, কিন্তু আওয়াজ অনেক বড়। রাজনীতিতে পরিত্যক্ত মানুষ আছে, তাদের দল ছোট, কিন্তু ব্যাঙের মতো আওয়াজ অনেক বড়। মাহমুদুর রহমান মান্না ভাইয়ের একটি বক্তব্য গতকাল পত্রিকায় পড়লাম, পরশুদিন রাতে টেলিভিশনে শুনলাম- সরকারের নাকি একদম ভিত নেই।’
‘মান্না ভাইসহ আরো কিছু দল ও ব্যক্তিবিশেষ আছেন, যাদের নিজের দলের কোনো ভিত্তি নেই, ঘুরে ঘুরে দল করেন। মান্না ভাই মাশাআল্লাহ এপর্যন্ত মাত্র সাতটি দল বদল করেছেন। কতদিন জাসদ ভেঙে বাসদ, আবার বাসদ ভেঙে আরও কয়েকটি দল ঘুরে নাগরিক ঐক্য, এখন আবার গণতন্ত্র মঞ্চ। সেটি ভেঙে কখন আবার পালিয়ে যান, বলা যায় না। রাজনীতিতে তারা পরিত্যক্ত ব্যক্তি বিশেষ, এদের কথার কোনো মূল্য নেই’, বলেন হাছান মাহমুদ।
তিনি আরও বলেন, ‘তাদের দল ছোট, যখন সমাবেশ করে তাদের মানুষ থাকে ২০ থেকে ৩০ জন, সাংবাদিক থাকে ৫০ জন, এ নিয়ে তাদের সমাবেশ হয়। কিন্তু গলা অনেক বড়, এদের একজন ঢাকা সিটি করপোরেশনের ভোটে দাঁড়িয়েছিল, প্রাপ্ত ভোট দুই হাজার পূর্ণ করতে পারেনি। সুতরাং যাদের দল ছোট, তাদের কিন্তু গলার আওয়াজ অনেক বড়। আবার টেলিভিশনে গেলে ভলিউম আরও বড় হয়ে যায়।’
মান্নার বক্তব্যের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ বলেন, ‘সরকারের ভিত নেই, বিধায় পরপর চারবার আমরা রাষ্ট্রক্ষমতায়। তারা তো টেনে ফেলে দিতে চেয়েছিল। কিন্তু টান দিতে গিয়ে তারাই ধপাস করে পড়ে গেছে। এখন কোমর যে ভেঙে গেছে, সে অবস্থা থেকে আস্তে আস্তে একটু দাঁড়ানোর চেষ্টা করছে। গতবছর ২৮ অক্টোবর কার আগে কে দৌড় দেয়, সেই প্রতিযোগিতা আমরা দেখেছি নয়াপল্টনের সামনে।’
নগরীর আন্দরকিল্লায় রেড ক্রিসেন্ট সোসাইটির মাঠে জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম ইউ কবির চৌধুরী এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাস্টার আসলাম খান বক্তব্য রাখেন।
সারাবাংলা/আরডি/এমও
টপ নিউজ দল ছোট পররাষ্ট্রমন্ত্রী মাহমুদুর রহমান মান্না হাছান মাহমুদ