Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংরক্ষিত বন দখল করে খামারবাড়ি, অভিযানে উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মে ২০২৪ ০৯:৪৮ | আপডেট: ১০ মে ২০২৪ ১২:৪৮

জমি দখল করে অবৈধভাবে গড়ে তোলা খামারবাড়ি অভিযান চালিয়ে উচ্ছেদ করেছে বন বিভাগ। ছবি: সারাবাংলা

রাঙ্গামাটি: রাঙ্গামাটির লংগদুতে সংরক্ষিত বন দখল করে গড়ে তোলা অবৈধ খামারবাড়ি অভিযান চালিয়ে উচ্ছেদ করেছে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে উপজেলার পাবলাখালী রেঞ্জের রাঙ্গীপাড়া মৌজায় সংরক্ষিত বনে গড়ে তোলা খামারবাড়ির অবৈধ স্থাপনা ভেঙে দেয় বন বিভাগ।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। এ সময় উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার মিত্র উপস্থিত ছিলেন। অভিযানে বিজিবি ৩৭ ব্যাটালিয়ান ও গুলশাখালী পুলিশ ফাঁড়ির সদস্যরা সহযোগিতা করেন।

স্থানীয়রা জানান, দুলাল হোসেন (মায়া পাগলা) নামের একজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি প্রায় সাত-আট বছর আগে বন বিভাগের আগর বাগান দখল করে খামারবাড়ি তৈরি করেন। যেখানে দেশি জাতের গরু, ছাগল, মুরগি ও মাছের চাষ করেন। এ ছাড়াও প্রায় আট একর জায়গাজুড়ে আম, মালটা ও পেঁপে বাগান গড়ে তোলেন।

উচ্ছেদ অভিযানের তথ্য জানিয়ে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা সজীব মজুমদার বলেন, পাবলাখালী রেঞ্জের রাঙ্গীপাড়া মৌজায় বন বিভাগের বেশ কিছু জমি স্থানীয় প্রভাবশালীরা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছে। বন বিভাগ বাধা দিলে দখলকারীরা আদালতের শরণাপন্ন হয়েছিলেন। আদালত বিষয়টি মীমাংসা করে অবৈধ দখল উচ্ছেদের আদেশ দেন।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ দখলদারের সকল স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা। বলেন, ওই জমিতে বনায়ন করা হয়েছে। অবৈধ দখলদারের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

অবৈধ দখল উচ্ছেদ অভিযান বন বিভাগ রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর