Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবিতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষার্থী ৩ হাজার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট
৯ মে ২০২৪ ২৩:০৭

কুমিল্লা: গুচ্ছ পদ্ধতিতে দেশের ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা বিভাগ) ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (১০ মে) অনুষ্ঠিত হবে।

গুচ্ছ পদ্ধতিতে দেশের ২৪টি সাধারণ, বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (বাণিজ্য বিভাগ) ভর্তি পরীক্ষা আগামীকাল ১০ মে, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ৩ হাজার ২১৩ জন পরীক্ষার্থীর আসনের ব্যবস্থা করা হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষাসংক্রান্ত সব ধরনের প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন ওই ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্ল্যাহ।

তিনি জানান, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৪টি অ্যাকাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে। যারা পরীক্ষার কমিটির দায়িত্বে রয়েছেন সবাই নিজ নিজ জায়গা থেকে তাদের দায়িত্ব পালন করেছেন।

ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা মোবাইল ফোনসহ কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ, বই নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের মেইন গেট দিয়ে সুশৃঙ্খলভাবে তাদেরকে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের পূর্বে আসা পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ অন্যান্য পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে।

বিজ্ঞাপন

সার্বিক নিরাপত্তা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকী রানার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

সারাবাংলা/একে

কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর