Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে জনগণ থেকে দূরে সরানো যাবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মে ২০২৪ ২২:০৪

সংসদ ভবন থেকে: একটি মহল সরকারের উন্নয়ন কাজকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালিয়ে তাকে জনগণের কাছ থেকে দূরে সরানো যাবে না।

বৃহস্পতিবার (৯ মে) রাতে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ সময় সভাপতিত্ব করছিলেন।

বিজ্ঞাপন

টানা চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করি। যে কাজগুলো আমরা করেছি, তার শুভ ফলটা দেশবাসী পাচ্ছে- সেটা স্বীকার করেন। কিন্তু প্রতিটি কাজকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালিয়ে কী করতে পারবেন। জনগণের কাছ থেকে তো আমাকে দূরে সরাতে পারবেন না।’

শেখ হাসিনা বলেন, ‘আমার একটা শক্তি হচ্ছে জনগণ। তাদের শক্তি নিয়েই আমি চলি। তাদের মাঝে একটা আস্থা সৃষ্টি হয়েছে যে, আমি তাদের জন্য কাজ করি। ওই আস্থা-বিশ্বাসটাই হচ্ছে আমার একমাত্র সম্বল। আর এই সম্বল নিয়েই আমি চলি। এজন্য আমি কাউকে পরোয়া করি না। যতক্ষণ দেশবাসী আমার পাশে আছে আমি কাউকে পরোয়া করি না।’

বঙ্গবন্ধুর সময়কার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘হ্যাঁ আমি জানি, আমার বাবার সঙ্গেও একই জিনিস হয়েছে। মাত্র সাড়ে তিন বছরের মধ্যে সংবিধান দেওয়া থেকে শুরু করে এমন কোনো সেক্টর নাই যার ভিত্তিটা তিনি তৈরি করে দেন নাই। তারপরও তার সমালোচনা, তার বিরুদ্ধে নানা কথা লেখা, অনেক কিছু করে তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে। যখন পারেনি তখন তাকে হত্যা করা হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘আমাকে তো হত্যার জন্য বার বার চেষ্টাই করা হয়েছে। কিন্তু তো আমি তো বেঁচে গেছি। আমার জনগণ ও দলের লোকেরা সবসময় আমাকে ঘিরে রেখেছে। নিজেরা জীবন দিয়ে আমার জীবন বাঁচিয়েছে। আমি এখন জনগণের জন্য কাজ করে যেতে চাচ্ছি।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর আগে বক্তব্য দেন ৭ জানুয়ারির নির্বাচনে গঠিত দ্বাদশ সংসদের বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

উন্নয়ন জনগণ প্রধানমন্ত্রী প্রশ্নবিদ্ধ শেখ হাসিনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর