Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসিস ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেল ওয়ান টিম

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ মে ২০২৪ ২০:২১ | আপডেট: ৮ মে ২০২৪ ২১:০৭

ঢাকা: তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ওয়ান টিম। ১১ পদের মধ্যে ৮ টিতে জয়ী হয়েছে দলটি।

বুধবার (৮ মে) সন্ধ্যায় ভোটের ফলাফল ঘোষণা করেন বেসিস নির্বাচন কমিশনের চেয়ারম্যান টি আই এম নুরুল কবীর।

এবারের নির্বাচনে ৪ ক্যাটাগরির ১ হাজার ৪৬৪ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ হাজার ১৫৭ জন। এর মধ্যে বাতিল হয় ১৭টি ভোট। ভোটে শেষ হাসি হাসলেন রাসেল টি আহমেদের নেতৃত্বাধীন ওয়ান টিম।

তবে সাধারণ ক্যাটাগরিতে সর্বোচ্চ ৪০৫ ভোট পেয়েছেন টিম স্মার্ট দলনেতা মো. মোস্তাফিজুর রহমান সোহেল। ক্রম অনুযায়ী, টিম ওয়ানের রাশিদুল হাসান ৩৮৮ ভোট, টিম স্মার্টের মীর শাহরুখ ইসলাম ৩৬৭ ভোট, মোহাম্মদ রিসালাত সিদ্দিকী ৩৫৭ ভোট, ওয়ান টিম দলনেতা রাসেল টি আহমেদ ৩৫৫ ভোট, মো. আসিফ রহমান ৩৪৯ ভোট, ইকবাল আহমেদ ফখরুল হাাসান ৩৪১ ভোট এবং দিদারুল আলম ৩২৫ ভোট পেয়ে কার্যনির্বাহী পরিচালক নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া, সহযোগী সদস্য হিসেবে ওয়ান টিমের সৈয়দ আবদুল্লাহ জায়েদ ১২৩ ভোট, অ্যাফিলিয়েট থেকে বিপ্লব ঘোষ ১২৮ ভোট এবং আন্তর্জাতিক ক্যাটাগরিতে ড্র ভোটে লটারি শেষে সৈয়দ মোহাম্মদ কামাল নির্বাচিত হয়েছে।

এবারের ভোটে সাধারণ ক্যাটাগরিতে ৭৮১, সহযোগীতে ২৫০, অ্যাফিলিয়েটে ১১৮ এবং আন্তর্জাতিকে ৮টি ভোট পড়েছে। ভোটে তিন প্যানেলে প্রার্থী ছিলেন ৩৩ জন। এদের মধ্য থেকে ভোটারদের রায়ে নির্বাচিত হলেন ১১ জন।

উল্লেখ্য, ওয়ান টিম ও টিম স্মার্ট থেকে নির্বাচিত হলেও টিম সাকসেস থেকে কেউ এবারের ভোটে জিততে পারেননি।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

ওয়ান টিম টপ নিউজ টিম স্মার্ট সংখ্যাগরিষ্ঠতা