Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওমরাহ শেষে দেশে ফিরেছেন মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মে ২০২৪ ১৬:১২ | আপডেট: ৮ মে ২০২৪ ১৮:০৯

ঢাকা: ওমরাহ হজ পালন শেষে সৌদি আরবের পবিত্র মোক্কা নগরী থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (০৮ মে) দুপুর দেড়টার দিকে সস্ত্রীক ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন তিনি। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২ মে মির্জা ফখরুল বাংলাদেশ বিমানে মদিনা পৌঁছেন। মদিনা পৌঁছে বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম মহানবী হজরত মুহাম্মদ (সা.) রওজা মোবারক জিয়ারত করেন। শুক্রবার মসজিদে নববীতে জুম্মার নামাজ আদায় করেন এবং শনিবার এশার নামাজের পর সৌদি আরবের মক্কায় ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

দেশে ফিরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ওমরাহ পালনের জন্য পবিত্র মক্কা নগরীতে গিয়েছিলাম। সেখানে আল্লাহ’র ঘরে বসে বাংলাদেশ ও দেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য দোয়া করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।’

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ ফখরুল বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর