Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এখন ঘরে বসেই হজের সব কাজ করা যাচ্ছে: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট 
৮ মে ২০২৪ ১৬:৪৬

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, এখন হজের সব কাজ ঘরে বসেই করা যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো; সেটা ২০০৮ সালে নির্বাচনি ইশতেহারে ঘোষণা দিয়েছিলাম। আজ তা বাস্তবায়ন হয়েছে; আর বাস্তবায়ন হয়েছে বলেই সেই সুযোগ-সুবিধাটা দেশবাসী পাচ্ছে। এখন ঘরে বসেই হজের সব কাজ সহজভাবে করা যাচ্ছে।’

বুধবার (৮ মে) রাজধানীর আশকোনা ক্যাম্পে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশে গড়তে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করায় ব্রডব্যান্ড সংযোগ সমস্ত জায়গাতে পৌঁছে দেওয়া হয়েছে। এসব কাজ করার কারণে কিন্তু সহজ পদ্ধতিতে হজের কাজগুলো আপনারা করতে পারছেন। কোনরকম হয়রানির হতে হয় না এখন। অনলাইনে হজের রেজিস্ট্রেশন করা যায়, তারও ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি এলাকাতে ডিজিটাল সেন্টার করা হয়েছে, সেখানে গিয়েও রেজিস্ট্রেশন করা যায়। আধুনিক প্রযুক্তি আমাদের সেই সুযোগটা সৃষ্টি করে দিয়েছে।’

হজ ব্যবস্থাপনা উন্নত করা হয়েছে বলেই হজযাত্রীরা ভালো সেবা পাচ্ছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘একটি আন্ডারপাস করে দেয়া হয়েছে। এর ফলে হজক্যাম্প থেকে বিমানবন্দরে আন্ডারপাস দিয়ে যোগাযোগ করা যাচ্ছে।’

এর আগে আনুষ্ঠানিকভাবে হিজরি ১৪৪৫ সালের হজ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণার পর হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন প্রধানমন্ত্রী।

এ বছর বৃহস্পতিবার (৯ মে) থেকে বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে হজ ফ্লাইট চালু হওয়ার কথা রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট বিজি-৩৩০১ বিমানটি ৪১৯ জন যাত্রী নিয়ে সকাল ৭টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। একই দিন দুপুর ১টায় সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি বিমান বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশ্যে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এমও

প্রধানমন্ত্রী হজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর