১২ ঘণ্টার ব্যবধানে আরও ১ রোহিঙ্গা খুন
৫ মে ২০২৪ ২৩:৩৬ | আপডেট: ৬ মে ২০২৪ ০৫:১১
কক্সবাজার: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে ১২ ঘণ্টার ব্যবধানে আরও এক রোহিঙ্গাকে তুলে নিয়ে গুলি করে ও গলা কেটে খুন করা হয়েছে। নিহত জাফর আহম্মদ (৪২) উখিয়া উপজেলার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৯ ব্লকের বাসিন্দা রঞ্জু মিয়ার ছেলে।
রোববার (৫ মে) সন্ধ্যা ৭টায় উখিয়া উপজেলার ২০-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকে এ ঘটনা ঘটে। এর আগে রোববার সকালে উখিয়ার ঘোনারপাড়া ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১৯ ব্লকে রেড ক্রিসেন্ট অফিসের পাশে নূর কামাল (২৯) নামের এক রোহিঙ্গাকে গলা কেটে খুন করেছিল দুষ্কৃতিকারীরা।
আরও পড়ুন- ‘আধিপত্য’ বিস্তারের জেরে রোহিঙ্গা যুবক খুন
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ ইকবাল বলেন, রোববার সন্ধ্যায় উখিয়ার ৪-এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের এফ-ব্লকে দ্বিতীয় স্ত্রীর বাসায় যান জাফর আহম্মদ। এ সময় সন্ত্রাসী সংগঠন আরসার ১০/১২ জন সদস্য তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরে পাশের ২০-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের কাঁটাতারের বাইরে নিয়ে তাকে প্রথমে গুলি করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে দূর্বৃত্তরা পালিয়ে যায়।
খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে গলাকাটা অবস্থায় জাফর আহম্মদের মরদেহ উদ্ধার করে।
এপিবিএন অধিনায়ক ইকবাল বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত নয়। ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
নিহত জাফতরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/টিআর