Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেটে ধোনি আমার পিতার মতো: পাথিরানা

স্পোর্টস ডেস্ক
৫ মে ২০২৪ ১৬:১৬

ধোনিকে নিজের পিতৃতুল্য ভাবেন পাথিরানা

ভারত ও চেন্নাই সুপার কিংসের বহু তরুণ ক্রিকেটারের ‘আইডল’ তিনি। ক্যারিয়ারের সায়াহ্নে এসেও এখনো যেন কমেনি মহেন্দ্র সিং ধোনির ম্যাজিক। বিশেষ করে আইপিএলে চেন্নাইয়ের হয়ে পুরোটা ক্যারিয়ার পার করে দেওয়া ধোনি এই ফ্র্যাঞ্চাইজির সবার কাছেই একটু বিশেষ কিছু। এবার চেন্নাইয়ের লংকান পেসার মাথিসা পাথিরানা জানিয়েছেন, ক্রিকেটে ধোনি তার পিতার মতো।

২০২১ সালে ধোনির অধীনেই চেন্নাইয়ের হয়ে অভিষেক হয় ১৯ বছর বয়সী তরুণ পাথিরানার। ধোনির নেতৃত্বেই দারুণ পারফর্ম করে সবার নজর কাড়েন এই পেসার। জাতীয় দলের হয়ে খুব ভালো সময় না কাটলেও ধোনির দলে এবারের আইপিএলে দারুণ ফর্মে আছেন পাথিরানা। ৬ ম্যাচে পাথিরানা নিয়েছেন ১৩ উইকেট, যা দলের দ্বিতীয় সর্বোচ্চ।

বিজ্ঞাপন

পাথিরানা চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে জানিয়েছেন, ধোনিকে তিনি নিজের পিতৃতুল্য ভাবেন, ‘আমার বাবার পর ক্রিকেটে তিনিই(ধোনি) আমার বাবার ভূমিকা পালন করছেন। তিনি সবসময় আমার খেয়াল রাখেন। আমার কি করতে হবে, কি করা ভালো হবে না, সবকিছুতেই তিনি উপদেশ দেন। ঠিক যেমন আমার বাবা বাড়িতে করেন। এটা বড় একটা ব্যাপার। মাঠে খুব বেশিকিছু তিনি আমাকে করতে বলেন না। কিন্তু ছোট ছোট ব্যাপারগুলো আমাকে বলেন। এতেই আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। কীভাবে ক্রিকেটারদের সামলাতে হয় সেটা তিনি ভালোভাবে জানেন।’

এই মৌসুম শুরুর আগে সবাইকে অবাক করেই চেন্নাইয়ের অধিনায়কত্ব ছেড়েছেন ধোনি। ধারণা করা হচ্ছে, এটিই ধোনির শেষ আইপিএল। তবে অনেকের মতো পাথিরানাও চান, ধোনি খেলা চালিয়ে যাক, ‘মাহি ভাই, আমি চাই আপনি যদি আরও একটি মৌসুম খেলতে পারেন তাহলে খেলা চালিয়ে যান। যদি এখানে থাকি অবশ্যই আপনার সাথে খেলতে চাই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

আইপিএল চেন্নাই সুপার কিংস ধোনি পাথিরানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর