বজ্রপাতে ঘরে আগুন, পুড়ে অঙ্গার মা-ছেলে
৫ মে ২০২৪ ১০:২১ | আপডেট: ৫ মে ২০২৪ ১৩:০৬
খাগড়াছড়ি: ভোর। সবাই ঘুমে। এরই মধ্যে বজ্রপাত। তা থেকে ঘরে লেগে গেল আগুন। ফায়ার সার্ভিস গিয়ে যতক্ষণে সেই পুড়ে যাওয়া ঘরে পৌঁছাতে পেরেছে, ততক্ষণে আগুনে পুড়ে অঙ্গার মা-ছেলে।
রোববার (৫ মে) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটেছে খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামে। এতে প্রাণ হারিয়েছেন হাসিনা বেগম (৩০) ও তার ছেলে হানিফ মিয়া (৮)।
বজ্রপাতের পর ঘরে আগুন লাগার খবর পেয়ে সেখানে কাজ শুরু করেন দীঘিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নেভানোর পর তারা ঘর থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার করেন।
মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি জানান, বজ্রপাতে টিনের ঘরটি পুড়ে হাসিনা বেগম ও তার ছেলে হানিফ মিয়া পুড়ে মারা গেছে। ঘটনার সময় হাসিনা বেগমের স্বামী গাড়িচালক ছাদেক আলী বাড়িতে ছিলেন না।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক বলেন, আগুনে পুড়ে যাওয়া ঘর থেকে ফায়ার সার্ভিস মা-ছেলের মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
সারাবাংলা/টিআর