Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক ছাত্রলীগ নেতাকে নাজেহাল, প্যানেল মেয়রের বিরুদ্ধে জিডি


২৮ মে ২০১৮ ১৮:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: ফেসবুক স্ট্যাটাস নিয়ে হুমকির জেরে চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনীর বিরুদ্ধে আদালতে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের হয়েছে। হাসনী চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র প্যানেলেরও একজন সদস্য।

সোমবার (২৮ মে) চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সাহাদাৎ হোসেন ভূঁইয়ার আদালতে এই জিডি দাখিল করেছেন সাবেক ছাত্রলীগ নেতা সাজ্জাত হোসেন। জিডিতে তিনি খুন ও গুম হওয়ার আশঙ্কা করেছেন।

জিডিতে বলা হয়েছে, গত ২৬ মে নগরীর কাজীর দেউড়িতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ইফতার মাহফিল ছিল। ইফতার শেষে সন্ধ্যা ৭টার দিকে সাজ্জাত সিনিয়র নেতাদের সঙ্গে কুশল বিনিময়ের সময় হাসনী এসে হঠাৎ উত্তেজিত হয়ে একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে তাকে হুমকি দেন। এ সময় হাসনী তাকে মারধর করতে উদ্যত হলে উপস্থিত নেতারা সাজ্জাতকে রক্ষা করেন।

বিজ্ঞাপন

এরপর সাজ্জাতকে মেরে ফেলার হুমকিও হাসান মাহমুদ হাসনী দিয়েছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। তবে জিডিতে তিনি ফেসবুক স্ট্যাটাসটি উল্লেখ করেননি।

জানতে চাইলে সাজ্জাত হোসেন সারাবাংলাকে বলেন, কোতয়ালী থানার নতুন দায়িত্ব পাওয়া ওসি মোহাম্মদ মহসীনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের কয়েকজন কাউন্সিলরের শুভেচ্ছা জানাতে যাওয়ার বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। আমি সেখানে কারও নাম উল্লেখ করিনি। কিন্তু কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। শারীরিকভাবে নাজেহালের চেষ্টা করেন। এক পর্যায়ে মেরে ফেলারও হুমকি দেন।

ঘটনার পর কোতয়ালী থানায় জিডি করার জন্য গেলেও পুলিশ সেটা নিতে অস্বীকৃতি জানান বলেও জানিয়েছেন সাজ্জাত হোসেন।

এই বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য কয়েকবার হাসান মাহমুদ হাসনীর মোবাইলে কল করেও সাড়া পাওয়া যায়নি।

হাসনী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকেরও দায়িত্বে আছেন।

সাবেক ছাত্রলীগ নেতা সাজ্জাত হোসেনও আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। তিনি বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা নামে একটি সংগঠনের চট্টগ্রামের সভাপতি।

সারাবাংলা/আরডি/এমআই