Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী নায়েব আলী

সিনিয়র করেসপন্ডেন্ট 
৪ মে ২০২৪ ২১:১২ | আপডেট: ৫ মে ২০২৪ ০৯:২৬

ঢাকা: ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. নায়েব আলী জোয়ার্দ্দার। তিনি জেলা আওয়ামী লীগ সদস্য।

শনিবার (৪ মে) গণভবনে সংসদীয় বোর্ডের সভায় এই মনোনয়ন দেওয়া হয়। সভা শেষে গণভবনের গেটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।

সংসদীয় বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ঝিনাইদহ-১ উপনির্বাচনে মোট ২৫ জন প্রার্থী নৌকা প্রত্যাশী ছিলেন।

আগামী ৫ জুন ঝিনাইদহ-১ ভোট হবে। উপনির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ৭ মে, মনোনয়নপত্র বাছাই ৯ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১০ থেকে ১৪ মে, আপিল নিষ্পত্তি ১৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে এবং প্রতীক বরাদ্দ ১৭ মে। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন খুলনা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা।

উল্লেখ্য, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই গত ১৬ মার্চ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা চলাকালে মারা যান।

সারাবাংলা/এনআর/এমও

উপনির্বাচন ঝিনাইদহ-১ টপ নিউজ নায়েব আলী নৌকার প্রার্থী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর