Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্দা উঠল প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ টুর্নামেন্টের

সারাবাংলা ডেস্ক
৩ মে ২০২৪ ২৩:১৩

চট্টগ্রাম ব্যুরো : প্রতিষ্ঠাতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যায় নগরীর অক্সিজেন এলাকায় অক্সিজেন স্পোর্টস জোনে ‘এবিএম মহিউদ্দিন চৌধুরী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের’ পর্দা ওঠে। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তৌফিক সাঈদ এবং প্রধান অতিথি ছিলেন রেজিস্ট্রার খুরশিদুর রহমান।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্বোধনী ম্যাচে গণিত বিভাগকে ৪-০ গোলে হারিয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই)। ম্যান অব দ্য ম্যাচ হন বিজয়ী দলের আদর আহমেদ। পরের ম্যাচে সোশিওলজি অ্যান্ড সাসটেইনেবল ডেভলপমেন্ট বিভাগের মুখোমুখি হয় ইংরেজি বিভাগ। এতে ২-১ গোলে সোশিওলজি বিজয় অর্জন করে এবং ম্যান অব দ্য ম্যাচ হন রুইডো অং মার্মা।

তৃতীয় ম্যাচে আর্কিটেকচার বিভাগের বিরুদ্ধে ২-১ গোলে জয় লাভ করে ফ্যাশন ডিজাইন। ম্যান অব দ্য ম্যাচ হন শাহাদাত হোসেন সাজিদ। চতুর্থ মাচে অর্থনীতি বিভাগকে ২-৩ গোলে হারায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। বিজয়ী দলের আবদুল হাসনাত হন ম্যান অব দ্য ম্যাচ।

উদ্বোধনী আসরে আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির স্পোর্টস ডেভেলপমেন্ট কমিটির আহ্বায়ক আহমদ রাজীব চৌধুরী, সদস্য সচিব পংকজ বিশ্বাস এবং সদস্য টোটন চন্দ্র মল্লিক, স্টিভ অস্কার ডি রোজারিও, হিল্লোল সাহা, ফারহানা শিরিন চৌধুরী, বদরুল হাসান আওয়াল ও তাসনিম উদ্দিন চৌধুরী।

দ্বিতীয় দিন শুক্রবার (৩ মে) সন্ধ্যায় বিবিএ মুখোমুখি হচ্ছে আর্কিটেকচার বিভাগের। এদিন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ও ফ্যাশন ডিজাইনিং অ্যান্ড টেকনোলজি, আইন ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) এবং ইংরেজি ও গণিত বিভাগ মুখোমুখি হবে।

বিজ্ঞাপন

টুর্নামেন্টে’ অংশ নিচ্ছে মোট ১০টি দল। বিশ্ববিদ্যালয়ের ১০ বিভাগের শিক্ষার্থীরা দুটি গ্রুপে পাঁচটি দলে বিভক্ত হয়ে খেলছেন। প্রতি দলে খেলোয়ার ৯ জন।

৩ মে বিকেল ৫টায় বিবিএ খেলবে আর্কিটেকচার বিভাগের সঙ্গে। সন্ধ্যা ৬টায় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ও ফ্যাশন ডিজাইনিং অ্যান্ড টেকনোলজি, ৭টায় আইন ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং(ইইই) মুখোমুখি হবে। এছাড়া রাত ৮টায় ইংরেজি ও গণিত বিভাগ প্রতিদ্বন্দ্বিতা করবে।

৪ মে বিকেল ৫টায় আইন ও ইংরেজি বিভাগ খেলবে। সন্ধ্যা ৬টায় সমাজবিজ্ঞান ও গণিত বিভাগ, সন্ধ্যা ৭টায় বিবিএ ও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং রাত ৮টায় অর্থনীতি ও ফ্যাশন ডিজাইনিং অ্যান্ড টেকনোলজি বিভাগ মুখোমুখি হবে।

চারদিনের বিরতির পর ৯ মে বিকেল ৫টায় মুখোমুখি হবে বিবিএ ও অর্থনীতি বিভাগ। সন্ধ্যা ৬টায় আর্কিটেকচার ও কম্পিউটার সায়েন্স, সন্ধ্যা ৭টায় আইন ও সমাজবিজ্ঞান, রাত ৮টায় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগ প্রতিদ্বন্দ্বিতা করবে।

১০ মে বিকেল ৫টায় আইন ও গণিত বিভাগ খেলবে। সন্ধ্যা ৬টায় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ও সমাজবিজ্ঞান, ৭টায় বিবিএ ও ফ্যাশন ডিজাইনিং অ্যান্ড টেকনোলজি এবং রাত ৮টায় আর্কিটেকচার ও অর্থনীতি বিভাগের খেলা হবে।

১২ মে সন্ধ্যায় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এতে গ্রুপ পর্বে বিজয়ী দুটি করে চারটি দল থেলবে। সন্ধ্যা ৭টার প্রথম সেমিফাইনাল ও ৮টায় দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

১৩ মে সন্ধ্যায় সেমিফাইনালে জয়ী দুই দলকে নিয়ে হবে ফাইনাল ম্যাচ।

এবি ব্যাংক ও গ্রীন হারভেস্ট এ আয়োজনে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

সারাবাংলা/আরডি/একে

আন্তঃবিভাগ বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর