Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতকে হটিয়ে টেস্টের শীর্ষে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
৩ মে ২০২৪ ১৭:৩৭

টেস্টে আবারও শীর্ষে অজিরা

গত বছর ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিলেন তারা। তবে এতদিন টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ভারতকে টপকে যেতে পারেনি অস্ট্রেলিয়া। আজ আবারও টেস্টের শীর্ষস্থান ফিরে পেয়েছে অজিরা। ভারতকে হটিয়ে টেস্টের রাজত্ব ফিরে পেল কামিন্সের দল।

গতবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে দারুণ ফর্মে ছিল অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়নশিপের সেরা দুই দল হিসেবে ফাইনাল খেলেছে ভারত ও অজিরা। সেই ফাইনালে ভারতের উপর আধিপত্য বিস্তার করেই  টেস্টের সেই বিখ্যাত ‘গদা’ উঁচিয়ে ধরেছিলেন কামিন্স। এরপর এবারের চ্যাম্পিয়নশিপেও ভালোভাবেই এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

টেস্টে ভালো পারফরম্যান্সের সুবাদেই ভারতকে সরিয়ে শীর্ষে ফিরেছে অজিরা। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো তারা। ১১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারত। ১০৫ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে ইংল্যান্ড। এই বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে ৫ ম্যাচের সিরিজ খেলতে যাবে ভারত। ৫৩ রেটিং পয়েন্ট নিয়ে ৯ম স্থানে আছে বাংলাদেশ।

টেস্টে শীর্ষস্থান খোয়ালেও ওয়ানডে ও টি-২০ তে শীর্ষেই আছে ভারত। ১২২ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে শীর্ষে আছে ভারত, ১১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অজিরা। ১১২ পয়েন্ট নিয়ে তৃতীয় দক্ষিণ আফ্রিকা। ৮৬ রেটিং পয়েন্ট নিয়ে ৮ম স্থানে আছে বাংলাদেশ।

টি-২০ ফরম্যাটে ২৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। ২৫৭ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া। ২৩১ রেটিং পয়েন্ট নিয়ে ৯ম স্থানে আছে বাংলাদেশ।

সারাবাংলা/এফএম

অস্ট্রেলিয়া টেস্ট র‌্যাংকিং ভারত

বিজ্ঞাপন

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর