Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাড়িয়া ভাষা সংরক্ষণের আহ্বান প্রধান বিচারপতির

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মে ২০২৪ ১৬:৫৬

ঢাকা: বাংলাদেশে বিলুপ্তপ্রায় খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

শুক্রবার (৩ মে) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজারে এ কথা বলেন তিনি।

জেলা সফরের অংশ হিসেবে মৌলি বাজারে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রে শ্রীমঙ্গলের রাজঘাট চা বাগানে বিলুপ্তপ্রায় খাড়িয়া ভাষায় কথা বলেন এমন দুই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, আমাদের রাষ্ট্রভাষা বাংলা কিন্তু অনেকের মাতৃভাষা ভিন্ন। ইতোমধ্যে সরকারের তরফ থেকে খাড়িয়া ভাষা রক্ষায় কিছু উদ্যোগ নেওয়া হলেও তাতে আরও গুরুত্বারোপ করা প্রয়োজন।

ভারতের যে সব অঞ্চলে এ ভাষার প্রচলন আছে, সেখানে যোগাযোগ স্থাপন করে খাড়িয়া বর্ণমালা প্রচলনের মাধ্যমে বাংলাদেশে এ ভাষার শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ প্রয়োজন।

খাড়িয়া ভাষায় কথা বলতে পারেন এমন মাত্র দুজন ব্যক্তি অবশিষ্ট আছেন বাংলাদেশে, যারা সম্পর্কে দুই বোন। তাদের নাম ক্রিস্টিনা কেরকেট্টা ও ভেরোনিকা কেরকেট্টা। ভারতের রাঁচি থেকে তাদের বাবা মা বাংলাদেশে এসেছিলেন। ভারতের ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় খাড়িয়া ভাষার প্রচলন আছে।

এর আগে গত ৩০ এপ্রিল সিলেটের দক্ষিণ সুরমায় কুশিয়ারা আন্তর্জাতিক কনভেনশন হলে এক নাগরিক সংবর্ধনায় দেওয়া বক্তৃতায়ও খাড়িয়া ভাষা ও নাগরী লিপি সংরক্ষণের আহ্বান জানিয়েছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

সারাবাংলা/কেআইএফ/এনইউ

খাড়িয়া টপ নিউজ প্রধান বিচরপতি ভাষা সংরক্ষণ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর