ঢাকার বস্তিতে কুলিং জোন করছে ডিএনসিসি
৩ মে ২০২৪ ১৩:৩৪ | আপডেট: ৩ মে ২০২৪ ১৬:৩৪
ঢাকা: তীব্র গরমে বস্তিবাসীদের কিছুটা স্বস্তি দিতে রাজধানীর বস্তিতে কুলিং জোন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। এসময় পরিবেশ দূষণ এবং দখলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।
শুক্রবার (৩ মে) রাজধানীর উত্তরায় রিকশাচালকদের মাঝে ছাতা, পানির বোতল ও স্যালাইন বিতরণ করে ডিএনসিসি মেয়র এ কথা জানান।
মেয়র আতিক বলেন, ‘আমাদের ১১টি বস্তি আছে, চিফ হিট অফিসার আমাকে গতকাল বলেছেন, এই মুহূর্তে বস্তিবাসীদের আরাম দেওয়া দরকার। বস্তিবাসীরা কিন্তু খেটে খাওয়া মানুষ। তারা যদি দিনে-রাতে বিশ্রাম না নিতে পারে তাহলে কর্মক্ষমতা অনেক হারিয়ে ফেলবে এবং তাদের উপার্জনে বিঘ্ন ঘটবে।
‘আমার সমাজ উন্নয়ন বিভাগকে বলেছি, নয়টি জায়গায় বস্তিবাসীদের জন্য কুলিং জোন করে দিতে। কুলিং জোনে শেড থাকবে, ফ্যান থাকবে। এখানে যদি আমরা মিস্টের বন্দোবস্ত করতে পারি, সেটিও আমরা যেন করে ফেলতে পারি। সেই ডিজাইন রেডি করছি আমরা,’ বলেন তিনি।
গরমে নগরবাসীকে স্বস্তি দিতে করপোরেশনের নানা উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন জায়গায় মিস্ট ছড়াচ্ছি। এছাড়া প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের তিনটি করে রিকশা-ভ্যান দেওয়া হয়েছে; বিশুদ্ধ পানি সরবরাহ করছি আমরা। আমাদের ১০টি ব্রাউজার আছে, এই ব্রাউজার দিয়ে বিভিন্ন জায়গায় আমরা পানি ছিটাচ্ছি।’
নগরীর পার্কগুলোতে আর্টিফিশিয়াল মিস্ট তৈরির পরিকল্পনার কথা জানিয়ে আতিক বলেন, ‘ইতোমধ্যে মেকানিক্যাল ডিপার্টমেন্টের সঙ্গে কথা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১টি পার্কে মিস্টার দিয়ে একটি কর্নার করে দিচ্ছি, যাতে সবাই এসে বিশ্রাম নিতে পারে।’
সকালে রাজধানীর উত্তরায় রিকশাচালকদের মাঝে ছাতা বিতরণ করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। মেয়রের কাছ থেকে ছাতা, স্যালাইন এবং পানির বোতল পেয়ে উচ্ছ্বসিত রিকশা চালকরা।
গরম থেকে স্বস্তি দিতে ৩৫ হাজার নিবন্ধিত রিকশা চালকদের মাঝে ছাতা বিতরণ কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
সারাবাংলা/আরএফ/এনইউ