‘আব্দুল হাইয়ের মতো নেতাদের কারণেই দেশের উন্নয়ন সম্ভব হয়েছে’
২ মে ২০২৪ ২০:৫৮ | আপডেট: ২ মে ২০২৪ ২৩:৩৯
সংসদ ভবন থেকে: আব্দুল হাইয়ের মতো ত্যাগী নেতাকর্মী আওয়ামী লীগে ছিল বলেই দেশের উন্নয়নে সফলতা আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২ মে) অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে ঝিনাইদাহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে উত্থাপিত শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ঝিনাইদহ এমন একটি সন্ত্রাসী এলাকা ছিল যেখানে গ্রামের মানুষ টিকতে পারতো না। সেখানে নির্বাচন করা, রাজনীতি করা অত্যন্ত কঠিন ছিল। সেই অবস্থার মধ্যেও আব্দুল হাই অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সংগঠন ধরে রাখেন এবং সুসংগঠিত করেন। আব্দুল হাই অত্যন্ত সাহসী ছিলেন, ভালো সংগঠক ছিলেন। সেজন্য সফলতার সঙ্গে তিনি সংগঠনটাকে দাঁড় করান।’
তিনি বলেন, ‘গ্রামে মানুষ টিকতে পারতো না, অস্ত্রের ঝনঝনানি। বিএনপি নামক যে দলটি সৃষ্টি হয়েছিল তার বেশিরভাগই ছিল আন্ডার গ্রাউন্ড পার্টির লোক। সেখানে প্রতিনিয়ত আমাদের নেতাকর্মীর ওপর হামলা হতো। কত লাশ যে পড়েছে তার হিসাবে নাই। সেই অবস্থায় সংগঠনকে গড়ে তুলে বার বার নির্বাচিত হয়ে এসে বিরাট দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এটাই সবচেয়ে কষ্ট লাগছে যে, তিনি এই সংসদে বসতে পারলেন না। এর আগেও তাকে গ্রেফতারের চেষ্টা চালানো হয়েছিল। ওই সময় একজন রিট করল। তার সংসদ সদস্য পদ স্থগিত করা হলো। সেটা আবার পাল্টা আপিল করে স্থগিত করা হয়েছিল। সেজন্যই তিনি এই সংসদে বসতে পেরেছিলেন। এটা খুব অদ্ভুত ব্যাপার যে, যিনি বার বার নির্বাচিত হয়ে আসেন তার ওপর এই ধরনের আচরন! এটা কখনও গ্রহণযোগ্য না। এবারও তিনি নির্বাচিত হয়েছিলেন। তার পরই অসুস্থ হয়ে পড়লেন।’
বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘অনেক সংগ্রামের পথ বেয়ে আওয়ামী লীগ সরকারে এসেছে। আওয়ামী লীগ এসেছে বলেই বাংলাদেশের সার্বিক উন্নয়ন হয়েছে। মানুষের জীবনমান উন্নত হয়েছে। বাংলাদেশের জনগণ আজ একটা মর্যাদা নিয়ে চলতে পারে বিশ্ব দরবারে। এটা আমার পক্ষে সম্ভব হয়েছে এই কারণে যে, আব্দুল হাইয়ের মতো ত্যাগী নেতাকর্মী ছিলেন। সেজন্যই এই সাফল্য আমরা আনতে পেরেছি।’
এদিন আলোচনায় আরও অংশ নেন- আওয়ামী লীগের সভঅপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, রেলমন্ত্রী জিল্লুল হাকিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, তৌহিদুজ্জামান, নাসির শাহরিয়ার।
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম