কামরাঙ্গীরচরে সিবিডি অঞ্চলে নতুন ভবন নির্মাণে ডিএসসিসির অনাপত্তি
২ মে ২০২৪ ২০:৩২ | আপডেট: ২ মে ২০২৪ ২৩:২৮
ঢাকা: কামরাঙ্গীরচরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ঘোষিত সিবিডি অর্থাৎ সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট প্রজেক্ট এলাকায় নতুন ভবন নির্মাণের প্রথম অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। কামরাঙ্গীরচরের অধিবাসী মো. নেয়ামতুল্লাহর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে এই অনাপত্তিপত্র দেওয়া হয়।
বৃহস্পতিবার (২ মে) দুপুরে নগর ভবনের মেয়র দফতরে আবেদনকারী মো. নেয়ামতুল্লাহর কাছে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ অনাপত্তিপত্র হস্তান্তর করেন।
উল্লেখ্য যে, কামরাঙ্গীরচরে ভবন নির্মাণের জন্য অনাপত্তিপত্র চেয়ে হাফেজ্জী হুজুরের দৌহিত্র জনৈক মো. নেয়ামতুলাহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের কাছে আবেদন করে, যা গত ২৮ এপ্রিল মেয়রের হাতে পৌঁছে।
আবেদনে দেখা যায়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে ভূমি ব্যবহারের অনুমতি পাওয়া গেলেও ওই ঠিকানায় দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক সিবিডি অঞ্চল ঘোষণার কারণে রাজউক কর্তৃক ভবন নির্মাণের নকশা অনুমোদনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এক্ষেত্রে মেয়রের দফতর থেকে অনাপত্তিপত্র প্রদান করলে ভবন নির্মাণের নকশা অনুমোদন করবে মর্মে রাজউক নিশ্চিত করেছে।
এরই পরিপ্রেক্ষিতে মেয়রের নির্দেশে করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তারা আবেদনটি যাচাই-বাছাই করে। সবশেষে করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আজ দুপুরে আবেদনকারীকে অনাপত্তিপত্র হস্তান্তর করেন।
অনাপত্তিপত্র হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/আরএফ/একে
কামরাঙ্গীরচর টপ নিউজ ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট প্রজেক্ট