Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছিনতাকারীর কবলে বিশ্ববিদ্যালয় ছাত্র, গ্রেফতার ৪

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মে ২০২৪ ১৯:২৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রের মোটর সাইকেল, মোবাইল ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গরমের মধ্যে নগরীর বায়েজিদ লিংক রোডে ফুটপাতে বসে বিশ্রাম নেয়ার সময় দুই ছাত্র ছিনতাইকারীর কবলে পড়েন বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে নগরীর শাপলা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে আকবর শাহ থানা পুলিশ তাদের গ্রেফতার করেছে।

গ্রেফতার চারজন হলেন-সাব্বির হোসেন সৈকত (২৩), রাকিবুল হাসান জাহিদ প্রকাশ পিচ্ছি জাহিদ (২৪), আব্দুল হালিম রিংকু (২৩) এবং জিহাদ হোসেন (২০)।

ছিনতাইয়ের শিকার রাহিক আলম আরিয়ান এবং রিদোয়ান হেসেন হৃদয় চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ছাত্র বলে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানিয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে আরিয়ান মোটর সাইকেলে তার বন্ধু হৃদয়কে নিয়ে বায়েজিদ লিংক রোডের চার নম্বর ব্রিজ এলাকায় ফুটপাতের ওপর বসেছিলেন। এসময় চার ছিনতাইকারী সেখানে গিয়ে তাদের ছোরার ভয় দেখিয়ে মারধর শুরু করে। একপর্যায়ে আরিয়ানের কাছ থেকে মোটর সাইকেলের চাবি কেড়ে নেয়। এরপর দুজনের কাছ থেকে তিনটি আইফোন ও হৃদয়ের কাছ থেকে ২৫ হাজার টাকা কেড়ে নিয়ে ওই মোটর সাইকেলে চড়ে সেখান থেকে চলে যায়।

ওসি গোলাম রব্বানী সারাবাংলাকে বলেন, ‘লিংক রোডে যেহেতু পাহাড় এবং গাছপালা বেশি, সেজন্য গরমের মধ্যে দুই বন্ধু ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন। তখন চার যুবক গিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটায়। রাতে দুই বন্ধু থানায় গিয়ে এ বিষয়ে অভিযোগ করেন। আমরা তাৎক্ষণিকভাবে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ছিনতাইকারীদের অবস্থান শনাক্ত করে চারজনকেই গ্রেফতার করতে সক্ষম হই।’

বিজ্ঞাপন

গ্রেফতার চারজনের হেফাজত থেকে ছিনতাই করা মোটর সাইকেল, তিনটি আইফোন এবং ছোরা উদ্ধার করা হয়েছে বলে ওসি জানান।

‘আরিয়ান থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় চারজনকে গ্রেফতার দেখিয়ে আজ (বুধবার) দুপুরে আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার চারজন পেশাদার ছিনতাইকারী। তারা লিংক রোডে বেড়াতে যাওয়া লোকজনকে টার্গেট করে ছিনতাই করে। প্রত্যেকের বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের মামলা আছে।’

সারাবাংলা/আরডি/এনইউ

গ্রেফতার ছাত্র ছিনতাইকারী বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর