ডু প্লেসিকে বাদ দিয়েই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা দ.আফ্রিকার
৩০ এপ্রিল ২০২৪ ১৪:৩৮ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১৬:৪২
টি-২০ বিশ্বকাপের বাকি আর মাত্র এক মাস। বিশ্বকাপকে সামনে রেখে গতকাল সবার আগে স্কোয়াড ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় দল হিসেবে আজ স্কোয়াড ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। ফাফ ডু প্লেসি ও ভ্যান ডার ডুসেনকে বাদ দিয়েই ১৫ সদস্যের দল ঘোষণা করল প্রোটিয়ারা। বিশ্বকাপে তাদের নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।
বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলে ফেরার অপেক্ষায় ছিলেন ডু প্লেসি। তবে ১৫ জনের স্কোয়াডে তার জায়গা হয়নি। ঘরোয়া টি-২০ লিগে দারুণ ফর্মে থাকলেও ভ্যান ডার ডুসেনকেও বাদ দেওয়া হয়েছে।
দলে আছে বেশ কিছু নতুন মুখ। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন রায়ান রিকেলটন ও ওটনিল বার্টম্যান। জাতীয় দলে ফিরেছেন এনরিক নরকিয়া। দলের নিয়মিত অন্য মারকুটে ব্যাটাররা আছেন স্কোয়াডে। ক্লাসেন, মিলার, ডি কক, স্টাবস সবাই আছেন দারুণ ফর্মে।
বোলারদের মাঝে আছেন রাবাদা, মহারাজ ও শামসি। দলের সাথে রিজার্ভ ক্রিকেটার হিসেবে যাচ্ছেন আরেক পেসার লুঙ্গি এনগিদি।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, ব্রোন ফার্টিন, রেজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হেনরিক ক্লাসেন, কেশভ মহারাজ, ডেভিড মিলার, এনরিক নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তারাবিজ শামসি, ট্রিসটান স্টাবস, নান্দ্রে বার্গার (রিজার্ভ), লুঙ্গি এনগিদি (রিজার্ভ)।
সারাবাংলা/এফএম