Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজের ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলছিল কিশোরীর মরদেহ

লোকাল করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৪ ২২:১৬ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ০১:২৪

প্রতীকী ছবি

বেনাপোল (যশোর): যশোরের শার্শায় নিজ ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার বলছে, মোবাইল ফোন কিনে দেওয়ায় মা-বাবার ওপর অভিযান করে গলায় ফাঁস নিয়ে সে আত্মহত্যা করেছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুর ২টার দিকে মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত নিশিতা ইসলাম (১৩) গোপালগঞ্জ সদরের চন্দ্রদিঘলীয়া গ্রামের আবু আনসারের মেয়ে। আবু আনসার চাকরি সুবাদে বর্তমান শার্শার বাগআঁচড়ার থাকেন। নিশিতা বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত।

বিজ্ঞাপন

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে বাবার কাছে মোবাইল ফোন কেনার বায়না জানাচ্ছিল নিশিতা। ফোন কিনে না দেওয়ায় সোমবার সকালে সে মায়ের সঙ্গে অভিমানকরে ঘরে চলে যায়। দীর্ঘ সময়েও ঘর থেকে কোনো সাড়াশব্দ না মিললে দরজা ভেঙে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান মা। পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/টিআর

আত্মহত্যা কিশোরীর মরদেহ ঝুলন্ত মরদেহ বেনাপোল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর