Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধুখালীতে ২ শ্রমিক হত্যায় ১৩ জন গ্রেফতার হয়েছে: আব্দুর রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৪ ১৮:১৩ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ১৮:২৮

ঢাকা: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, ‘ফরিদপুরের মধুখালীতে মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ১৩ জনকে গ্রেফতার করেছে। এছাড়া ৩১ জনকে আসামি করে তিনটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। বাকি আসামিদের অবিলম্বে গ্রেফতার করা হবে।’

রোববার (২৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আব্দুর রহমান বলেন, ‘আবেগে গা না ভাসিয়ে আমাদের বুঝতে হবে, তাদের সামর্থ্য ও সীমাবদ্ধতা। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা পলাতক। তাদের খুঁজে বের করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর যাবতীয় প্রচেষ্টা অব্যাহত আছে।’

তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে যেসব আসামিদের ধরা হয়েছে তাদের কাছ থেকে যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। এই তথ্যের উপর ভিত্তি করে বাকি আসামিদের ধরতে বিভিন্ন বাহিনীর প্রচেষ্টা অব্যাহত আছে। আশা করি শিগগিরই এর একটা ফলাফল আমরা পাবো।’

সারাবাংলা/জিএস/এমও

আব্দুর রহমান টপ নিউজ মধুখালী শ্রমিক হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর