Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাপপ্রবাহ: ২ শিক্ষকের মৃত্যু, অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৪ ১৭:১৩ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ১৮:৩২

ঢাকা: তীব্র তাপপ্রবাহ পরিস্থিতিতে যশোরের আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান হাবিব মারা গেছেন। চট্টগ্রামের চান্দগাঁওয়ের মোহরা এলাকার বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে তীব্র গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মাদরাসাশিক্ষক মাওলানা মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী (৫৫)। এদিকে প্রচণ্ড গরমে রাজধানীর বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে অনলাইনে ক্লাস নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাদিকা রহমান ক্লাসেই অসুস্থ হয়ে পড়ে। সহপাঠীরা জানায়, সকাল ৭টায় তার ক্লাস শুরু হয়ে ৯টা ৪০ মিনিটে শেষ হয়েছে। ছুটি হওয়ার পরপরই ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে শুরু করে।

অন্য কোনো শিক্ষার্থী অসুস্থ না হলেও স্কুল ছুটির পর এই বিদ্যালয়ের অনেক শিশুশিক্ষার্থীকেই ক্লান্ত চেহারা নিয়ে শ্রেণিকক্ষ থেকে বের হতে দেখা গেছে। অভিভাবকরা বলেছেন, এভাবে চলতে থাকলে বাচ্চাদের স্কুলে নয়, হাসপাতালে পাঠাতে হবে।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আবু তালহার মা কোহিনুর বেগম বলেন, ‘এই রোদ, গরমে বড়দেরই ঘর থেকে বের হওয়া কঠিন। সেখানে এত ছোট ছোট বাচ্চাদের স্কুলে পাঠানো কঠিন হয়ে পড়েছে।’ শিশুদের স্কুলে পাঠিয়ে এমন অনেক অভিভাবক উদ্বেগ জানিয়েছেন। তারা বলছেন, এই গরমের মধ্যে স্কুলে পাঠদান বন্ধ করে অনলাইনে ক্লাস নিলে ভালো হয়।

শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে দেশের অন্য জেলা উপজেলা থেকেও। নোয়াখালীর বেগমগঞ্জে একটি মাদরাসার শ্রেণিকক্ষে এক শিক্ষার্থী গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে।

রোববার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার আমানউল্যাপুরের জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদরাসায় এ ঘটনা ঘটে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই শিক্ষার্থীকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীর নাম আফিফা রিজওয়ানা। সে ওই মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী এবং শিক্ষক দেলোয়ার হোসেনের মেয়ে।

অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু সারাবাংলাকে বলেন, ‘প্রাপ্তবয়স্ক মানুষ যেখানে প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিশুদের ঝুঁকিতে ফেলে দেওয়া হয়েছে। নতুন করে হিট অ্যালার্ট জারি করায় আরও এক সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরাও আরও এক সপ্তাহ স্কুল-কলেজ বন্ধ রেখে অনলাইনে ক্লাস করানোর দাবি করেছি। কিন্তু সরকার তা শোনেনি। এখন শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। এর দায় কে নেবে?’

বিজ্ঞাপন

এদিকে যশোরে আহসান হাবিব নামের এক সহকারী শিক্ষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত হাবিব রোববার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে গরমে অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আহসান হাবীব যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ছিলমপুর গ্রামের ইউছুপ আলী মোল্লার ছেলে। তিনি সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন বলে জানা গেছে।

অন্যদিকে রোববার সকাল ৯টার দিকে চট্টগ্রামের কালুরঘাটে ফেরিতে ওঠার পর হঠাৎ পড়ে যান মাদরাসাশিক্ষক মাওলানা মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুতুবী আলকাদেরী চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার খিতাপচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদ্রাসার শিক্ষক ছিলেন। কক্সবাজারের কুতুবদিয়া লেমশীখালীর মৃত খলিলুর রহমানের ছেলে তিনি। তার দুই ছেলে ও এক মেয়ে আছে।

এর মধ্যেই রোববার টানা চতুর্থ ও এপ্রিল মাসে পঞ্চমবারের মতো হিট অ্যালার্ট বা তাপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদফতর। গত ২৪ ঘণ্টায় দেশের চুয়াডাঙায় টানা দ্বিতীয় দিনের মতো সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

এ পরিস্থিতির মধ্যেই রোববার (২৮ এপ্রিল) সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে পাঠদান।

সারাবাংলা/জেআর/এমও

তীব্র তাপপ্রবাহ শিক্ষাপ্রতিষ্ঠান হিট স্ট্রোক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর