Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে হিট স্ট্রোকে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৪ ১৬:২৬

নরসিংদী: নরসিংদীতে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে সুলতান উদ্দিন (৭৮) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) দুপুরে নরসিংদী আদালত প্রাঙ্গনে এই ঘটনা ঘটে।

নিহত সুলতান উদ্দিন সদর উজেলার ভেলানাগর ঢাকা বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন আইনজীবীর সহকারী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, প্রতিদিনের মতো নিজ বাড়ি থেকে পেশাগত কাজে আদালতে যান সুলতান উদ্দিন। প্রচণ্ড গরমে কাজ করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি, পরে জেলা কালেক্টরেট জামে মসজিদের সামনে ঢলে পরেন। এসময় পথচারীরা তাকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যেই তার মৃত্যু হয়।

নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এম এন মিজানুর রহমান বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন সাহেবকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাই ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা মুশকিল। তবে রোগীর স্বজনরা জানিয়েছেন, ওনার বুকে ব্যথা ছিল। তার উপর প্রচণ্ড গরমের মধ্যে কাজকর্ম করছিলেন।’

এর আগে, গত ২১ এপ্রিল হিট স্টোকে আক্রান্ত হয়ে সদর উপজেলার মাধবদীতে সাফকাত জামিল ইবান (৩২) নামে একজনের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

সারাবাংলা/এমও

নরসিংদী মুক্তিযোদ্ধার মৃত্যু হিট স্ট্রোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর