Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুগদায় ‘গরমে’ অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৪ ২৩:৩৩

ঢাকা: রাজধানীর মুগদার মদিনাবাগ এলাকা থেকে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। অতিরিক্ত গরমের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উত্তর মুগদা মদিনাবাগ আরব বেকারির সামনের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফেরদৌস আলম জানান, সন্ধ্যার দিকে খবর পেয়ে উত্তর মুগদা মদিনাবাগ আরব বেকারির সামনের ফুটপাত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিল।

এসআই জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে মৃত্যু হতে পারে ওই ব্যক্তির। মৃতদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি। সিআইডি ক্রাইমসিন ইউনিট ওই ব্যক্তির পরিচয় শনাক্তে আঙ্গুলের ছাপ নিলেও পরিচয় শনাক্ত করতে পারেনি।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম

গরম মুগদা মৃত্যু

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর