Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তালা উপজেলায় নির্বাচনি প্রচারণায় এগিয়ে ‘আমিনুল স্যার’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৪ ০০:০৪

সাতক্ষীরা: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এবার দলীয় প্রতীক না থাকায় প্রার্থীদের কাছে ভোটারদের আগ্রহ যেমন বেড়েছে, তেমনি ভোট নিয়ে সরগরম পরিস্থিতি সৃষ্টি হয়েছে সারা দেশে। উপজেলার প্রতিটি গ্রাম থেকে গ্রাম, বাজার কিংবা মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে গণসংযোগ ও সমর্থন চাইছেন চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থীরা। এরমধ্যে দ্বিতীয় ধাপে আগামী ২১ মে অনুষ্ঠিত হবে সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ নির্বাচন।

বিজ্ঞাপন

গত মঙ্গলবার (২৩ এপ্রিল) এই উপজেলায় মনোনয়নপত্র যাচাইবাছাই শেষ হয়েছে। আগামী ২ মে প্রতীক বরাদ্দ হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

নির্বাচনে এরইমধ্যে সকল শ্রেণি-পেশার মানুষ ও ভোটারদের মন জয় করে নির্বাচনি প্রচারণায় এগিয়ে রয়েছেন সাবেক প্রধান শিক্ষক ও খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আমিনুল ইসলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটের মাঠে রয়েছেন ব্যস্ত। উপজেলায় প্রতিটি এলাকায় তিনি মানুষের কাছে পৌঁছে গেছেন।

উপজেলার মদনপুর গ্রামের সেলিম রেজা বলেন, ‘আমিনুল স্যারের সঙ্গে কথা বলে মনে হয়েছে তিনি একজন ভদ্রলোক। তিনি মানুষ গড়ার কারিগর; শিক্ষক মানুষ। তার কথা শুনতেছি চারিদিকে। তাকে একবার ভোট দিয়ে দেখি। তিনি আমাদের জন্য কী করেন। আমাদের ভরসা এখন আমিনুল স্যার।’

এরইমধ্যে গণমানুষের স্বতস্ফূর্ত সাড়ায় অবিভূত দাবি করে মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমি দীর্ঘদিন রাজনীতিতে জড়িয়ে আছি। নির্বাচনি প্রচারণার শুরু থেকে একটি বিষয় লক্ষ্য করেছি, সেটি হলো, মানুষ পরিবর্তন চায়। তাই তালার উন্নয়ন ও অগ্রগতির জন্য আমার ওপর ভরসা করছে।’

তিনি আরও বলেন, ‘তালা উপজেলাকে নতুন করে সাজাতে আমি তৃণমূল থেকে কাজ করার প্রত্যয় নিয়েই মাঠে নেমেছি। হাজারও মানুষের ভালোবাসা আমাকে পথ চলতে সাহায্য করছে। মাঠে আছি, জনগণকে পাশে পাচ্ছি বলে ভালো কিছুর প্রত্যাশাও রাখছি।’

উল্লেখ্য, উপজেলা নির্বাচনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ৮ মে প্রথম ধাপে ১৫০ উপজেলায় ভোট হবে। দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলার ভোটগ্রহণ ২১ মে। তৃতীয় ধাপের ১১২ উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে। আর ৫ জুন অনুষ্ঠিত হবে ৫৫ উপজেলায় চতুর্থ ধাপের নির্বাচন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

নির্বাচনি প্রচারণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর