Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাজেকে ট্রাক উল্টে নিহত ৬, আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৪ ১৯:৪১ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ ০০:০৫

সাজেকে ট্রাক উল্টে গেলে প্রাণ হারিয়েছেন ছয় শ্রমিক। ছবি: সারাবাংলা

রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উদয়পুরে ট্রাক উল্টে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

বুধবার (২৪ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহতরা সবাই শ্রমিক। হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি প্রশাসন।

বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীণ আক্তার বলেন, সাজেক ইউনিয়নের উদয়পুরে সীমান্ত সংযোগ সড়কের কাজে নিয়োজিত ১৪ জন শ্রমিক গন্তব্যে ফেরার পথে একটি ডাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ছয়জন শ্রমিক নিহত ও আটজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সেনাবাহিনী আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে এবং নিহতদের লাশ উদ্ধার করা হচ্ছে বলেও জানান তিনি।

সাজেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, বিকেলে শ্রমিকদের সীমান্ত সড়কের পিচঢালাইয়ের কাজে নিয়ে যাওয়া হচ্ছিল। উদয়পুর সীমান্ত সড়কের নব্বই ডিগ্রি এলাকার মোড়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ছয়জন শ্রমিক নিহত হন। আহত হন অনেকে।

খাগড়াছড়ির দীঘিনালা থানার ওসি মোহাম্মদ নূরুল হক বলেন, আহতদেরকে বাঘাইহাট পর্যন্ত নিয়ে আসা হয়েছে। দীঘিনালা হাসপাতালে আমরা পর্যাপ্ত ডাক্তার ও নার্স রেডি রেখেছি। হতাহতদের বেশিরভাগই ময়মনসিংহসহ বিভিন্ন এলাকা থেকে এখানে শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন। তাদের নাম-পরিচয় আমরা এখনও জানতে পারিনি।

সারাবাংলা/এনইউ

আহত টপ নিউজ ট্রাক উল্টে নিহত শ্রমিক সাজেক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর